বিদ্যে বোঝাই বাবুমশাই
অহম করে নিত্য!
প্রতি পদক্ষেপে প্রকাশ
করে তার আমিত্ব!
তাতে প্রফুল্ল থাকে তার
শরীর এবং চিত্ত!
একমাত্র অহমিকা তার
গর্বের মহাবিত্ত!
কোন যুক্তি মানে না সে
এমনই এক ধূর্ত!
তর্কে জিততে ধারণ করে
নানা রকম মূর্ত ৷
সন্দেহপ্রবণতায় সব
ভাবে বৈপরীত্য,
তাই জীবনে কোন কল্যাণ
তার হয়নি বর্ধিত!
আমিত্বের ছায়ে আবৃত
অর্জিত কৃতিত্ব!
সন্ধিক্ষণ সমাগত তবুও
হয়না তো নিবৃত্ত!