যে কথাটা অনুধাবন করতে ব্যর্থ
তাকে বিভ্রান্তিকর বলো তোমরা,
আমি সেটা বুঝতে গেলে আমায়
বলো "হয়ে গেছি আমি গোমরাহ!"
অথচ সে বিষয়ের মাঝে লুকায়িত
রহস্যের ভাণ্ডার ও উপযুক্ত যুক্তি,
অথচ হৃদয় দিয়ে অনুধাবন করলে
পাওয়া যেতো উভয় কালেই মুক্তি।
কোনো না কোনো কারণে আমার
পিছু লেগেই থাকে কোনো যমরা,
আমি কষ্টে আহত, উড়ে যাওয়ার
উপক্রম পিঞ্জরের প্রাণ ভোমরা।