ফুটবল সমর্থকদের মাঝে সারাক্ষণ দ্বন্দ!
প্রিয়দলের সুনাম নিয়ে এরা ভক্ত অন্ধ ৷
সবার আছে দল পছন্দ করার অধিকার;
কারো কাম্য নয় ফ্যাসাদ সৃষ্টি করার ৷
স্বাগতিক দেশেও হয়তো নেই এক কণা,
এদেশের মত এত হুজুগ আর উন্মাদনা!
হাটে মাঠে বিদ্যালয় অফিস কিংবা কলেজে
খেলা ছাড়া ভিন্ন বিষয় নেই কারো নলেজে ৷
পরিবারে সদস্যদের আছে ফেভারিট দল,
নিজ দলের স্তুতি নিয়ে আছে সব অবিচল!
বাস ট্রাক ইজিবাইক রিক্সা ভ্যান, সাইকেলেতে
উড়াচ্ছে প্রিয় দলের ফ্লাগ, জাহাজ ও রেলেতে ৷
আবেগের আতিশর্যে করে কেউ কেউ অারোহণ,
দীর্ঘ ফ্লাগের পিছে করছে অপব্যয় অকারণ!
যে দেশে আজও কত মানুষ থাকে অনাহারে,
সে দেশে এত অর্থাপচয় কীভাবে করতে পারে?
চলছে পছন্দের পতাকা বাতাসে ওড়ানো
গোল হলে উল্লাশে পটকা আর বাজি পোড়ানো ৷
প্রিয় দলের জার্সি দিনরাত অঙ্গে চাপিয়ে
চলছে মিছিল শোভাযাত্রা রাস্তাটা কাঁপিয়ে!
খেলার দিন হচ্ছে প্রস্তুত কত ভোজের আয়োজন ৷
উচশৃঙ্খলায় খুঁজে তারা মধুর বিনোদন ৷
ফেসবুক ভরা আক্রমনাত্মক বিচ্ছিরি ভাষাতে,
ভিন্ন পক্ষের সমর্থকদের নানাভাবে শাষাতে!
ব্যাঙ্গ বিদ্রুপ কুরুচিপূর্ণ ছবিতে ভরপুর,
আনন্দের চেয়ে কষ্ট বেশি মন ভেঙে হয় চুর!
সম্প্রতি কটা দল হেরে, খেলা করে গেল অন্ত,
খ্যাতিটা ধরে রাখতে পারলো না শেষ পর্যন্ত ৷
প্রিয় দল হেরে যাওয়ার শোকে দিশেহারা!
দুঃখে টিভির সম্মুখে আর বসে নাকো তারা!
তারা বলে "খেলা নাকী হয়ে গেছে ফিকে!"
জানে কী তারা? ভালো খেলে টিম আছে টিকে ৷
নিজ দল হারলে খেলা তখন হয়ে যায় যে স্বাদহীন!
জিতে গেলে আনন্দে সব নাচে তা ধিন তা ধিন!
হতে পারে কী এরা দর্শক? বা ফুটবল প্রেমিক?
প্রকৃত প্রেমী সে-ই যে আজও খেলা দেখে ঠিক!