তোমার চক্ষুযুগল চরণদ্বয় মাথা একত্রে চলে,
স্বয়ংক্রিয় পরিগণক পদ্ধতি তোমার পদতলে।
প্রতিপক্ষ তোমার পদ সঞ্চালনের মহাকৌশলে-
দিকভ্রান্তের মতো মাঠে গড়িয়ে লুটোপুটি খেলে!
প্রতিপক্ষের গোলপোস্টে যখন বলটিকে করো তাক,
জাদু প্রদর্শনে গুণমুগ্ধ দর্শক হয়ে যায় অবাক!
পদদ্বয়ের ভাষা বুঝতে গোলরক্ষক পড়ে যায় দ্বিধায়,
কিন্তু তার দেহের ভাষা বুঝে, ফেলাও গোলকধাঁধায়।
জালে বল জড়াতেই বিশ্বে উত্তেজনার ঝড় বয়ে যায়,
প্রতিদ্বন্দ্বী, সমর্থকদের স্পন্দন বাড়ে উৎকণ্ঠায়।
উত্তেজিত দর্শকগণ বিভিন্ন ভঙ্গিতে তোমাকে-
উৎসাহ, অভিবাদন, শুভেচ্ছা প্রকাশ করতে থাকে।
পরের আঘাত সহ্য করেন তারা খেলোয়াড় অভিজাত,
পা'কে খেলায় প্রয়োগ করেন, অন্যকে দেন না আঘাত।
সহস্র বাঁধা, ঘাত-প্রতিঘাতে জর্জরিত হয়ে,
সফলতার নায়ক হন প্রত্যাশিত স্বপ্নের বিজয়ে।
তোমার বিস্ময়কর অসীম প্রতিভা যিনি করেছেন দান,
তিনি মহাবিজ্ঞানী, পরাক্রমশালী ও মহীয়ান।
করো তুমি পায়ের ভাষায় শিল্প নৈপুন্য প্রদর্শন,
ফুটবলের জাদুকর, তোমাকে শ্রদ্ধা ও অভিনন্দন।
১৭/০৭/২০২১ খ্রিঃ।