দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বঞ্চণা জুলুম অবজ্ঞা অন্যায়
অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলো হৃদয় বিদারক
কিছু শব্দমাত্র। এগুলোর মর্মার্থ কেউ-ই উপলব্ধি
করতে পারে না। সে-ই, পারে এগুলো যার উপর
আপতিত হয়েছে! আর তাকে উপলব্ধি করেন
মহান প্রভু। কিন্তু তাঁর কাছে প্রকাশ করতে
পারলেও তাঁকে সরাসরি দর্শন করা যায়না।
এজন্য মন মানে না।
ভুক্তভোগী তার হৃদয়ের দহন ও ক্ষত পৃথিবীর
কোনো মানুষকে উপলব্ধি করাতে অক্ষম।
এই কথাগুলো কাউকে বলতে গেলে সবাই
বলে থাকে "আমি আপনাকে বুঝাতে পারব না"
আসলে এই কথাটি ঠিক নয়! সবই ভুক্তভোগীর
উপলব্ধ কিন্তু শ্রোতা শতভাগ উপলব্ধি করতে ব্যর্থ!
তাই কাউকে নিজের কষ্টের কথা বলে
কষ্টটা একটু লাঘব করার জন্য ভুক্তভোগী নিজে
বিনয়ী হয়ে শ্রোতাকে "আপনি বুঝবেন না"
একথা না বলে, বলে-"আমি আপনাকে বুঝাতে
পারব না"। বলে থাকে কারণ এখানে উপযাচক
হয়ে কারো কথা শুনার সময় ও মানসিকতা
কারোই নেই! "আমি আপনাকে বুঝাতে পারব না"
বাক্যটি একটি আত্মঘাতী বাক্য! তার জন্য
একমাত্র আশার বাণী "আল্লাহপাক ধৈর্য্যশীলদের সাথে আছেন"