এখন সারা পৃথিবীজুড়ে মানুষের মনে একটাই-
আতঙ্কের বিষয়, কে থাকে কে ধরা ছেড়ে যায়!
মহামারীর ভয়ে প্রান্তিক শ্রেণীর মানুষও গৃহবন্ধী,
এরই মাঝেও এঁটে যাচ্ছে অসাধুগণ নানা ফন্দি।
গ্রাম - শহরে ক্ষুধার্ত মানুষের হাহাকার নির্ঘাত!
ভয়ঙ্কর মৃত্যুতে মানুষের গগণবিদারী আর্তনাদ!
সকল ধর্ম - বর্ণের মানুষ দুর্বিষহ জীবন যাপছি!
সকলে অন্তরে জপছি ইয়া নাফসি ইয়া নাফসি!
এখনও অব্যাহত রয়েছে চুরি ডাকাতি রাহাজানি,
জঠর জ্বালায় নয়, স্বভাবে, শোনেনা ধর্মের বাণী!
এখনও সময় আসেনি স্বভাব-চরিত্র বদলানোর,
ভাবছে এখনও আসেনি জীবনে তার রাত্রিঘোর!
সম্মানের ভয়ে, এখনও অজ্ঞাতে সন্তর্পণে বান্দা,
ধোঁকা দিয়ে নিয়ত করে যাচ্ছে তার কালোধান্দা!
এখনও প্রভুকে স্মরণ করার সময় আসেনি তার,
এখনও এহেন অপকর্ম করে পেতে চায় নিস্তার?
এরচেয়ে আর কত বড় মহামুছিবত এলে তাদের,
ফিরবে সংজ্ঞা, আসবে সময় চরিত্র সংশোধনের?