দূরে যদি ঠেলবে, তবে কেন এমন জায়গায়-
ঠেললে না? যেথা সূর্যরশ্মি কভু না পৌঁছায়!
যেন মেঘ রোদ্দুর লুকোচুরি সেথা না থাকে,
দিগন্তজোড়া অগ্নোৎপাত, পাখিরা না ডাকে!
এতটুকু দূরে ঠেললে? এখানেও আছে বায়ু,
বাতাসে ফুলের ঘ্রাণও আছে, পাচ্ছি পরমায়ূ ৷
রাতের বেলা চাঁদও আছে, আঙিনা দেয় ধুয়ে,
এখানেও তো সবুজের বুকে শিশির পড়ে নূয়ে ৷
তোমার ওখানে যা আছে, এখানেও আছে সব
এখানে একটি অভাব আছে, সে মিথ্যা বৈভব!
দূরে যদি ঠেলবে, কেন তবে এমন জায়াগায়-
ঠেললে না? না কী তোমার কোন সামর্থ নাই?
মোটেও ভাল লাগে না, এমন সহজ বৈরীতা!
পারনি, যেভাবে পেরেছ করতে বিশ্বাসঘাতকতা!
০২/০৭/২০১৬