পর্বত আরহণ করলে মনে হয়
গোটা পৃথিবীটাই একটি পর্বত,
তখন পর্বত পৃষ্ঠে নিজ সত্তাকে
কতটুকু মনে হয়?
এমনও ব্যক্তি আছেন যাঁর
ধৈর্যের পরিধি পর্বতসম
তাঁর সংস্পর্শে এসে
দুচোখে এক চিলতে ধৈর্যের
সুরমা মাখি তাহলে নিজকে কতটা
সৌভাগ্যবান মনে হবে?
কিন্তু সে পর্বতের পরিধি উপলব্ধিতে
আসে না কারণ বহুকাল আগে সে
কুয়াশার চাদরে আবৃত হয়ে গেছে।
২৪/০৯ /২০২১ খ্রিস্টাব্দ