এসেছিলাম এই পৃথিবীতে,
মানুষের ভালোবাসা নিতে।
মানুষকে ভালোবাসা দিতে,
পাইনি আজো মনের মিতে।
পেয়েছি মধুর বদলে তিতে,
চিতা জ্বলে মোর শান্ত চিতে!
সকলেই থাকতে চায় জিতে-
স্বার্থের যুদ্ধে; নয় পিরিতে।
কোন জিতে চিড় ধরে ভিতে,
আসে না কারো উপলদ্ধিতে।
ফোটাতে হলে ফুল ধরণিতে,
ভাবা বৃথা কী এলো প্রাপ্তিতে!
ফুলকলি ফোটাবার বিপরীতে,
সবে ভুলের চারা রোপে ভিতে!
কেউ পারে না করতে থিতে,
পারে অগ্নি দিতে তপ্ত ঘিতে!
২৮/০৫/২০২১ খ্রিঃ