ভীষণ চোট লাগে মনে
কাঁটা যখন বিধে চরণে!
তারও ইচ্ছে করে ওই
"কোমল চরণ ছুঁয়ে রই"
কষ্টে কষ্টে জর্জরিত বুক!
কষ্টও বুক ছুঁয়ে পায় সুখ।
গভীর দুঃখে আচ্ছন্ন হৃদয়!
দুঃখও হৃদয় ছুঁয়ে সুখ পায়।
ভয়ংকর ক্ষত-দুঃখ-দুর্দশা
কোনো হৃদয়ে বাঁধে বাসা!
তারাও চিনে সঠিক আবাস
সেথা করতে চায় স্থায়ীবাস!