আগুন লাগলে কামরায়,
ধরে হাড় হৃদয় চামড়ায়।
সবকিছুকে ঝলসায় পুড়ায়
ভাগ্যক্রমে একদিন জুড়ায়।
যদিও আগুন নিভে যায়,
অবশিষ্ট থাকে তার ছাই।
হয়তো মনে হয় এমনটাই,
থাকবো এবার নিশ্চিতায়।
কিন্তু যাবেনা করা উপেক্ষায়
থাকতে হবে সদা সতর্কতায়।
এক নিমিষে সেই ঘুমন্ত ছাই!
ধ্বংস করে দেবে অস্তিত্বটাই।