জীবনে জ্ঞাতে অজ্ঞাতে, আবেগ অনুভূতি
উপলব্ধি, সঙ্গতি অসঙ্গতি, মিষ্ট ও তিক্ত
অভিজ্ঞতার আলোকে এমনই এক স্থানে
উপনীত হয়েছি যে, অভিধানে যতগুলো
শব্দ আছে প্রত্যেক শব্দের শিরোনাম দিয়ে
একটি করে রোমহর্ষক গল্প রচনা করবো।
যে গল্পের মাধ্যমে যাদের কারণে আমার
বর্ণিল জীবন রংহীন, সৌভাগ্যের বদলে
দুর্ভাগ্যে পরিণত হয়েছে সেই সব মুখোশধারী
প্রেতাত্মাদের চেহারা উন্মোচন করবো!
কিন্তু করিনা নানা কারণে, প্রথমত : আমি
আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী। তিনি বলেন
"ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে।
তাই এই আজ্ঞা হতে বঞ্চিত হবো।
দ্বীতিয়ত : এগুলো লিপিবদ্ধ করলে কেউ আমায়
হীনমন্য ভাবতে পারেন। লিপিবদ্ধকরণে
যথেষ্ট সময় এবং শ্রম ব্যয় হবে তাতে আমার
উত্তম কর্মগুলো অসমাপ্ত থেকে যেতে পারে এবং
আমি প্রতিনিয়ত প্রতিশোধ পরায়ণ ও
মানসিক ভারসাম্যহীন হতে পারি!
তৃতীয়ত : এ সমস্ত লেখা পাঠ করে আমার
সন্তানেরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে
এবং আমার কারণে তাদের জীবনের লক্ষ্য ও
উদ্দেশ্য ব্যাহত হতে পারে, এ কারণে সকল
দুঃখ কষ্ট যাতনা, ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা বঞ্চনা,
অবজ্ঞা কে তুচ্ছ জ্ঞান করে সবকিছু
বুকের মাঝে কবর দিয়ে দিয়েছি।
অনেক কিছু হারিয়েছি। অনেক কিছু প্রাপ্ত হয়েছি।
হারানোর কারণেই অমূল্য সম্পদ প্রাপ্ত হয়েছি।
কিছু কথা শুনেছি অবাস্তব সত্য। অবলোকন
করেছি কিছু অলৌকিক নিদর্শন। অবগত হয়েছি
সত্য মিথ্যার নির্ণয়ের বিষয়ে। যা অবগত না হলে
পৃথিবীতে মানুষের ভ্রমণ সম্পূর্ণরূপে মিথ্যা!
22/06/2024