ভাবে সবাই শৈশবে "এই আমি হবো কবে
উক্ত বয়সে উপনীত?
আমার সামনে বিপুল সম্ভাবনা অতুল
বয়স টা কেনো বাড়ে নাতো!
শৈশব কৈশোর যৌবন- কাল, আহ! যেনো মৌবন
কী দারুণ গতিময় মধুময়!
আবেগে মনে হয় এ আর ফুরাবার নয়
কতো শুভ সময় অপব্যয়!
গতি কমে গেলে এসেছি যা ফেলে
সে সময় ফিরে চাই পেতে।
সম্ভব নয় মন জানে তবু পিছু টানে।
আবার মন চাই সেদিনে যেতে।
সব ফেলে এসে পড়ন্ত বয়সে
কোনো স্মৃতি এলে স্মরণে
অবুঝ মন অজান্তে ছুটে যায় কোন্ প্রান্তে
বিধুর হই স্মৃতি রোমন্থনে।
জীবন শ্রান্ত ক্লিষ্ট সব সামলাতে পিষ্ট
দুর্বোধ্য মনে হয় ধরাকে!
সে সময় হয় মনে যদি মাঝ গগনে
থামাতে পারতাম সূর্যটাকে।
এখন মরি লাজে কাটিয়ে বদ কাজে
সময়ের জন্য বড় আফসোস!
মনের প্রতিক্রিয়া উচাটন এ নিয়া
ভাগ্যকে দিই পরিণতির দোষ।”
১৫/১০/২০২৩ খ্রিঃ