কোনটাতে তুমি বিশ্বাসী
কথায় না কী কাজে?
ভেবো না আমি এমনিতেই
বকছি আজেবাজে!

স্বভাবের আগে দেখি, সে
আছে কেমন সাজে,
ভাবি না মিথ্যা বলছে কী
কথার ভাঁজে ভাঁজে!

বৃত্তান্ত না জেনে বিশ্বাসে
সামনে বাড়ায় পা যে,
মনে পড়ে পরে কাজটা
করেছি যে বাজে!

বুঝা মুশকিল খলের ছল
ঢাকা মিথ্যা তাজে,
মানবের মাঝে দানবতা
দেখে মরি লাজে!

প্রতারক ধূর্ত ঠক জোচ্চোর
আর মহাচালবাজে,
দক্ষতার প্রতিযোগিতা
চলছে যে বিশ্বমাঝে ৷