বিশ্ব কাপের বাঁশি বাজে ওই সুদূর ব্রাজিলে,
আকাশে বাতাসে ঝড় বয় লাগে সে ঝড় দিলে।
চার বছরের ব্যবধানে সে জুন জুলাই মাসে,
বিশ্বকে নাড়াতে উল্লাস বেদন নিয়ে আসে।
বিশ্ব কাপে খেলতে আসে নামী দামী সব দল,
সবাই চায় উন্নত খেলে হবে তারা সফল।
আর্জেন্টিনা ব্রাজিল হল্যান্ড স্পেন ও পর্তুগাল,
জার্মানি ফ্রান্স ইতালি ও ম্যাক্সিকোদের দিনকাল।
যার কাছে যে দল পছন্দের জনপ্রিয় খেলায়,
পতাকা একখান বানিয়ে উড়াতে হয় মেলায়।
যানবাহন বাড়ির ছাদে পত পত উড়ছে পতাকা,
দেখছি এক অপরূপ ছবি রঙ তুলিতে আঁকা।
পতাকা বানাও সকলেই তাতে নেই কোনো ভয়
উপভোগ কর তৃপ্তি পাও করোনা অপচয়।
খেলা শুধু বিনোদন আর এছাড়া কিছুই নয়
প্রতিহিংসা মারামারি সংঘটিত না হয়।
বি: দ্র: লেখাটি (ফিফা বিশ্বকাপ ২০১৪ ব্রাজিল) উপলক্ষে রচিত তখন আমি এই সাইটে নিবন্ধিত হইনি, আমার লেখার খাতা থেকে দীর্ঘ দিন পর আসরে পোস্ট দিলাম যদিও লেখাটির আজ প্রাসঙ্গিকতা নেই। সম্মানিত পাঠকদের ভালো লাগলে সেটাই হবে সার্থকতা।