কিছু মানুষ আছে সত্যিই যাদের
অনেক গুণাগুণ ও পরিচয়,
এক কথায় বলে বুঝানো কঠিন
কারো বিশ্বাসে লাগে সংশয়।
কিন্তু এমন অনেক মানুষ আছে
যাদের কোনো যোগ্যতা নাই,
তারা মানুষকে ধোঁকা দিতে পটু
অকপটে বিশ্বাস করে সবাই।
রঙ করে সঙ সেজে মিষ্টি কথায়
মন ভুলিয়ে করে সিদ্ধিলাভ,
ঘূণাক্ষরেও বুঝে না কেউ, কী তার
উদ্দেশ্য, কেমন মনোভাব!
প্রতারকেরা মূল্যবান জিনিস লুফতে
তাড়াহুড়ো করবেই সে যা চায়,
গুরুত্বপূর্ণ বিষয়ে মুখের কথা নয়
দেরি হলেও করতে হবে যাচাই।
গুণী লোক একটু সহজ সরল হয়
সহজে কেউ দেয়না তার পাত্তা,
শেষে কপট লোকের ফাঁদে পড়ে
জ্বলে যায় হাঁড়-মাংস-আত্মা!
২৭/০৬/২০২১ খ্রিঃ