বিপত্তিতে কেঁদো নাকো
ফেলনা চোখের জল
অপার অসীম ধৈর্য রাখ
হারিও না মনোবল!
প্রভু আছেন দেখছেন সব
এত কী বা ভাবার
সব তার উপর ন্যাস্ত করি
যা হয় হোক হবার ৷
সব জল ঝরিয়ে ফেলো না
একটু মজুত রেখো,
সামনে খুশির সময় এলে
লাগবে তখন দেখো ৷
বিপদ যদি না আসবে তো
মুক্ত হবে কবে,
বিপদের ভয় থাকলে সদা
পিছেই পড়ে র'বে!