উচিত হাতটা বাড়িয়ে দেওয়া
বিপদে পড়লে স্বজন,
নিঃস্বার্থে হাত বাড়িয়ে দেয়
এমন আছে ক'জন?
স্বার্থের লাগিয়া হাত বাড়ায়
আছে ডজন ডজন।
বিনা স্বার্থে হাত যে বাড়ান
তারই করি ভজন।
বিপদের সময় আপনজন
হাতটি ধরলে ভাই,
এই জমিনে খোদাতালার
বেহেস্ত দেখা যায়।
বিপদের সময় আপনজন
হাত থাকলে গুটিয়ে,
তা বিপদের চেয়েও মর্মন্তুদ
দুঃখে পড়ি লুটিয়ে !
সাধ্য থাকতে এমতাবস্থায়
নিজকে গুটিয়ে নেওয়া,
উদ্দেশ্য তাকে বেশি করে
বিপদে ফেলে দেওয়া !