একটি বাক্য বলতে শুনি
কতটুক তার সঠিকতা?
যাচাই করে যায় না নেয়া
তাই কী শুনি যথা তথা?
কেউ কাউকে জানালে তাতে
থাকে কত গভীরতা?
এ কী সত্যি খাঁটি নাকী
আবেগে প্রকাশের প্রথা?
ক্ষুদ্র স্বার্থে যদি, সৃষ্টি-
হয় বিভেদ কিংবা বৈরিতা,
কেমন করে অটুট থাকে
সে কথাটির পবিত্রতা?
সংবেদনশীল সে কথাটি
বলতে মনে ব্যাকুলতা,
এ কী কোন বিফল বাক্য?
আবার আনে নির্জনতা!