জীবনের সকল কর্মকাণ্ড, আনুষ্ঠানিকতা প্রথাগত,
কোনো ক্ষেত্রে আবেগতাড়িত,
অন্য সবার মত, কিছু ভুলও ছিলো,
জবাবশূন্য প্রশ্নের মাঝে অনুসন্ধান করে
ভাগ্যক্রমে একটি অলৌকিক পথের সন্ধান পেয়েছি।
উক্ত পথ অতিক্রম করার ফলে
অকারণে আমি সবার কাছে দোষী!
অথচ আমি পৃথিবীকে পিছনে ফেলে
এই পথে পদার্পণ করেছি।
সকলে আমার সব দোষ ক্ষমা করে দিতে চায়,
শুধু এই পথে পদচারণ ব্যতীত সকল দোষ!
অকারণ ভুল বুঝে বিরোধিতা করে।
আমার কোনো কিছু অনুধাবন করার পরে
কেউ যদি ত্রিশ বছর পর
উক্ত বিষয় অনুধাবন করে তাহলে কী
আমি ত্রিশ বছর তার অপেক্ষায় থাকবো?
আমি বুঝালেও বুঝতে চায় না।
পৃথিবীতে শুধু প্রাপ্তিতে অর্জন নয়,
কখনো কখনো বর্জনেই অর্জন।
কাউকে আমি আমার মতো হতে বাধ্য করি না
কিন্তু অনেকে আমাকে তাদের মতো হতে বাধ্য করে!
তারা জানে না দুই দিগন্তকে একত্রে ছোঁয়া যায় না!
যারা আমার বিবর্জিত দিনকে এখনো আকড়ে আছে
তারা আমাকে কী শেখাবে!
কী ক্ষমা করবে? কী অনুপ্রেরণা যোগাবে?
১৭/০২/২০২৫ খ্রিস্টাব্দ