একটি অন্ধকার বদ্ধ কামরার ভেতর,
জন্মাবধি তমসার সাথে বসবাস ওর।
জন্মাবধি সে আঁধারের সাথে অভ্যস্ত,
তার অগোচরে যায় সূর্য উদয় অস্ত।
একদা এক পাখির সে কামরায় প্রবেশ,
ঢুকে দেখে গভীর এক আঁধারের দেশ!
আগন্তুক পাখি বলে ''বাইরে আলোময়,
চলো গাছের শাখে গড়ি সুখের আলয়'।
থাকবে কেন তুমি অন্ধকারাচ্ছন্ন জায়গায়?
চলো স্বাচ্ছন্দে ডানা মেলে যেথা ওড়া যায়"
আগন্তুককে বলে '' বোকা তুই তো বিভ্রান্ত''
আমি সারাজীবন আলোতে করি অতিক্রান্ত।
বেটা অদ্য এলি আমাকে আলো দেখাতে?
আমি আলো চিনিনা? এসেছিস শেখাতে?
সারাজীবন আলোতে করলাম জীবন পার,
আঁধার থেকে এসে আলো'কে বলিস আঁধার?''
আগন্তুক পাখি জানে আলো আঁধারের পার্থক্য,
বদ্ধঘরের পাখিটা তার সাথে করে বৃথা তক্ক!
আলো-আঁধারের তফাতের নাই যার জ্ঞান,
পার্থক্য বুঝাতে সে কী দিয়ে দেবে প্রমাণ?
অন্ধ পাখি বলে ''আমি কেন শুনব তোর কথা,
কেন করব বিশ্বাস, এটাই মুক্তির আদর্শ প্রথা''।