আমন্ত্রণ জানিয়ে বাড়ির
দরজা রেখেছে লক,
গিয়ে কোন পায় না সাড়া
যতই করে গো নক!
কেমন করে হবে বলো
সখ্যতা উভয়ের?
আমন্ত্রয়িতার মুখটি যদি
না পায় একবার টের।
কারো সাথে এটা কেমন
হাস্য রসিকতা?
সুস্থ মনের নিদর্শন নয়
নিছক বাতুলতা!
যদি না হয় সামনাসামনি
হৃদয়ের ঐক্যতা
কীভাবে গড়বে সম্পর্ক
ও মধুর সখ্যতা?
০৮/০৫/২০২১ খ্রিঃ