নববর্ষ এলে আমার দেশপ্রেম উথলে ওঠে,
বাকি দিনগুলোতে তা দেখা যায়না মোটে।
চৌদ্দ ফেব্রুয়ারি এলে আমি মহান প্রেমিক,
নির্মল ভালোবাসা ছড়িয়ে দিই চতুর্দিক।
একুশে ফেব্রুয়ারি এলে মাতৃভাষার প্রতি,
নিবেদন করি শ্রদ্ধা সম্মান ভক্তি মাত্রা অতি।
যেকোন সামাজিক অনুষ্ঠানের রঙে মিশে-
গিয়ে নিজকে রাঙিয়ে হারিয়ে ফেলি দিশে!
রমজান এলে মনে জাগে প্রগাঢ় খোদাভীতি,
মানুষের প্রতি দেখাই সহানুভূতি ও সম্প্রীতি।
আজীবন হীনজ্ঞানে দাম্ভিকতায় করি নরবলি,
অভিনয়ে দক্ষ; দেখাই আমি সত্য পথে চলি।
ঈদ এলে পাষাণ হৃদে পশুপ্রেম ওঠে জেগে,
প্রাণিদের কষ্ট দেখে কেদেঁই ফেলি আবেগে!
বাবা দিবস মা দিবসে ফেইসবুকে ঝড় তুলি
বাস্তবে আমি সারা বছর থাকি তাদের ভুলি।
সমকালীক সব ব্যাপারে নাকগলানো স্বভাব,
সব বিষয়ে অভিজ্ঞ, নেইতো জ্ঞানের অভাব।
আমি মানুষ, তাই থাকবে স্বতন্ত্র বৈশিষ্ট্য রঙ,
তা হারিয়ে হরেক রঙে সেজেছি অদ্ভুত সঙ।
কোনো রঙই স্থায়ীভাবে করতে পারিনা ধারণ,
এটাও অজানা ধরায় মোর আগমনের কারণ?
তারিখ : ০২-১১-২০২০