বানের পানি করে থৈ থৈ
সারা এ বাংলাতে,
সহায়-সম্বল আশ্রয়হীনের
খাবার নেই যে পাতে!
রোগেশোকে কাতরালে বা
কার আসে যায় তাতে?
একটু ভাবুন বানভাসীরা
বেঁচে থাকে যাতে ৷
স্বপরিবার চালের উপর
কাটায় দিবস রাতে,
চরম দূর্ভোগ পশু পাখিও
রয়েছে সেই সাথে ৷
ভোটের সময় ঘোরেন দাদা
পয়সা নিয়ে গাটে,
চরণ ছুয়ে আশীর্বাদ নেন,
জয় যেন হয় মাঠে ৷
শপথ করেন দুঃসময়ে
কোন অজুহাতে
ভুলবো নাকো বিপদ আপদ
চরম দুর্দশাতে ৷
কোথায় সে সব প্রতিশ্রুতি,
ছাট্ লাগে না গা'তে,
যা হবার হোক, তারা তো বেশ
থাকেন দুধেভাতে ৷