"অযোগ্যতা বজ্রাঘাত" বজ্রাঘাতপ্রাপ্ত
বৃক্ষের দ্বারা উপকৃত না হলেও তেমন
কোনো ক্ষতি হয় না। কিন্তু বজ্রাঘাতপ্রাপ্ত
মানুষ পরিবার, সমাজের জন্য ভয়াবহ
আতংক!

এদের নেই কোনো যোগ্যতা অথচ
সবক্ষেত্রে করে যোগ্যতার বড়াই!
এরা বড়াই নিয়ে এতো নিমজ্জিত যে
পৃথিবী এগিয়ে যায় ওরা পিছিয়ে থাকে।

যোগ্য ব্যক্তির নম্রতাকে ভাবে দুর্বলতা!
সরলতাকে ভাবে অপরাধ! নিজের কোন
জাত নেই অথচ জাত নিয়ে করে
ভেদাভেদ! এরা কঠিন স্বার্থপর লোভী
বাচাল উচ্ছশৃঙখল দাম্ভিক, মিথ্যুক
হিংসুক। কুসংস্কারে নিমজ্জিত!

নিজের আত্মশুদ্ধির কথা না ভেবে অপরের
দোষান্বেষণ করা চিরাচরিত অভ্যাস।
কাউকে কোনো ভাবে সম্মান দিতে জানে না।
কিন্তু অপদস্থ করার ব্যাপারে দক্ষ।
থাকতে চায় না কারো অধীনস্থ। আবার
অন্যের স্বাধীনতাকে করতে চায় খর্ব।

এদের অন্তরে আকর্ষণ বিকর্ষণ শক্তি নেই!
বিবেক-বিবেচনাবোধহীন, সত্য-মিথ্যা, আপন-
পর নির্ণয়ে ব্যার্থ! খুবই অসহ্য! একে
না করা যায় উৎপাটন, না করা যায় সহ্য!