যদি থাকে নিজের গতি,
লাগে না কারো সম্মতি।
স্বীকার করেনা সে নতি,
তাই করে যা বলে মতি।
বোধের সময় নেই রতি
হচ্ছে কার কতটা ক্ষতি।
ভাবেও না নিজের প্রতি-
আসত যদি এমন দুর্গতি।
তাহলে পারতো কী সতি?
পৃথিবী তার নিজস্ব গতি।
হোক দেরি কম বা অতি,
শোধ নিবে হোক ভূপতি।
২৬/০৬/২০২১ খ্রিঃ