একই চোখ নানাভাবে হয় ব্যবহার,
চোখ হল দর্পণ মনের কথা বুঝবার।
মায়ায় আবিষ্ট করে দেয় একাকার,
চোখ কভু তীক্ষ্ণ ধারালো তলোয়ার।
অগ্নি নিক্ষেপ করে জ্বালায় ছারখার,
দুঃখ, শোক, ক্ষোভে উষ্ণ জলাধার।
চোখে চোখে ইশারাতে কত লেনদেন,
চোখের চাহনী অবনত তির্যক শ্যেন।
একই অধরে ঝরে গোলাপ রাশি রাশি
বদন উজ্জ্বল করে পূর্ণিমা চাঁদের হাসি।
আদর সোহাগ চুম্বনে ভালোবাসাবাসি,
মুখে গ্রহণ লাগলে দেখায় ফুল বাসি।
অধরের ব্যবহার কভু করে ভীষণ ক্ষুব্ধ!
কথার মাধুরীতে কখনও করে দেয় মুগ্ধ!
একই অধরের ভঙ্গিমায় ঝরে পড়ে ঘৃণা,
দুই টুকরা মাংস বল করতে পারে কিনা?
মন একটি পণ্যশালা অধরদ্বয় তার দার,
বুঝা যায় তাতে কী আছে দেখে ব্যবহার।
০৪/০৭/২০২১ খ্রিঃ