বাবা বাবা ক'রে কেঁদে চোখে নাবা!
খুঁজে খুঁজে তাকে হয়ে গেলো হাবা?
জানা আছে কী হে কার গুণাগুণ গাবা?
কোথা চা'তে গিয়ে কার কাছে সব চাবা!
চিনতে তার ভুল করলে দিলে পড়বে থাবা!
বাবাকে না খুঁজে খোঁজো কোথা কাবা!
বাবারা সব গুটি নিয়ে খেলে দাবা,
আর নাকে তেল দিয়ে শুয়ে টানে ডাবা!
বাবা বাবা করে বলো কী যায় পাবা?
একজনের খাবা আর বাবা বাবা গাবা!
কে তোমার তুমি কার আসে না এ ভাবা?
বাবার বাবা ধরলে তখন কোথা যাবা?