আমাদের চলার কথা বিশুদ্ধ এক সরল রেখায়,
কিন্তু মোরা এমন অভাগা পাইনি তো তার দেখায়!
সরলতাকে সূতোর মতো জড়ানো জটিলতায়!
কারো বোধ জাগ্রত, কেউ চলে গতানুগতিকতায়।
কেউ এটা নিয়ে ভাবে না বিন্দু, কেউ ভেবে অস্থির!
কেউ সন্দেহও করে না লেশ, মেনে যাচ্ছে সুস্থির।
কেউ সূতো ছাড়িয়ে হৃদে ধারণ করছে মহা সত্যকে,
কেউ জটিল ভেবে প্রত্যাখ্যান করে পুরো বিষয়কে!
জড়ানো সূতোর প্রান্ত কিন্তু অবস্থিত তারই মাঝে,
সূত্র খুঁজে বেড়াই অন্যখানে, নেই সঠিক ধারণাযে,
প্রান্ত খুঁজে পেলে সম্ভব কিছুটা সঠিক ধারণা পাওয়া
নৈলে অন্ধের মতো অহেতুক এখানে আসা যাওয়া!
সূত্র খুঁজে পেতে প্রয়োজন একজন সুপরামর্শ,
অনুসন্ধানে ভাগ্যক্রমে পেতে পারেন প্রদর্শক।
তবে প্রদর্শক চিনতে আপনাকে হতে হবে সচেতন
নতুবা সে-ই আবার বক্রতায় করবে নিমজ্জন!
আমরা জন্মগতভাবে চলবো এক সন্দেহহীন-
সহজ সরল উত্তম আদর্শের পথে দ্বিধাহীন।
আমরা শ্রেষ্ঠ, পৃথিবীতে তা কীভাবে করবো প্রমাণ?
সত্যতা যাচাই করতে জিন্দেগী হয়ে যায় গুজরান!
যুগে যুগে সত্যের স্থানে মিথ্যাকে করে প্রতিস্থাপন,
সত্যকে করে গোপন, সত্য মিথ্যা করে সংমিশ্রণ!
মহাসত্যের প্রদীপকে যারা করতে যায় নির্বাপন,
তাদের প্রতি কেয়ামত অবধি হোক অভিশাপ বর্ষণ!
২৯/১২/২০২৪ খ্রি.
রাত ০২:০০ ঘটিকা।