দিবাযামী শুধু আমার আমার আমি আমি
আত্মস্তুতি ছাড়া মোর নেই কোনো কামই।
আমি শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট আমি খুবই দামী।
সকল মানুষ নগন্য, আমি অভিজাত নামী।
আমি সবার থেকে ভিন্ন উত্তম গুণী জ্ঞানী
সবাই উদাসীন, আমি বিচক্ষণ ব্যক্তি ধ্যানী।
আমি সবকিছুর উপর কর্তৃত্বশীল ও ত্রাতা
সবকিছুর উপর ক্ষমতাবান বিধানদাতা।
আমি শুরু আমিই শেষ আমি সবার গুরু
আমার ভয়ে বুক সবার কাঁপে দুরু দুরু!
আইন-কানুন নিয়ম-নীতি আমার মত চলে
সবাই আমার মত ভাববে আমার মত বলে।
আমার ভালো ও মন্দ সকলের ভালো মন্দ
আমার পছন্দাপছন্দ সবার পছন্দাপছন্দ।
আমার দুঃখে সবাই দুঃখিত আমার আনন্দ
সবার আনন্দ, মোর চলার ছন্দে সবার ছন্দ।
ধরার অনাবাদি ভূমিতে আমি একমাত্র রতন
মোর অগ্রগতিতে গতি, আমার পতনে পতন।
আমার ভাবার সময় নেই আমিও একটি সৃষ্টি
সৃষ্টি হয়েও সৃষ্টির. মাঝে করি নানা অনাসৃষ্টি।
সূতো কাটা ঘুড়িটার মতো আমিও একদিন
দিশেহারা বিপর্যস্ত হবো বিপদের সম্মুখীন।
তিনি শ্বাশত, যার হাতে আছে আমার নাটাই
তাঁর কাছে হয়নি আনত অনুগত কোনোটাই।
আমাকে একদিন অন্যের কাঁধে হতে হবে
আরোহণ, অন্তিমকাল সমাগম হবে যবে।
আদি থেকে অনাদি শুধু তিনি যাবেন রয়ে
আমি যাবো চিরতরে অনন্তের পথে হারিয়ে।
আমার আমার আমি আমিতে প্রকৃত আমি'রে
মূল উদ্দেশ্য থেকে সরিয়ে ফেলেছি চিরতরে।