ফলের ভারে বৃক্ষের শাখা, লতা লুটায় ভুঁয়ে,
তদ্রুপ জ্ঞানের ভারে জ্ঞানী বিনয়ে পড়ে নূয়ে।
ফলহীন বৃক্ষ অবিনীত ডালপালা ঊর্ধ্বমূখী,
সে ইন্ধনে উপযোগী, অন্যথায় অতি ঝুঁকি!
কেউ যদি কাউকে বলে ওমুক ব্যক্তি খুব জ্ঞানী,
ফলদ বৃক্ষ দেবে সে কথার যথার্থ প্রমাণই।
বলেছেন রাসুল "আমি জ্ঞানের ঘর, আলী তার দ্বার"
কেউ করবে জ্ঞানের বড়াই? একথা জানা আছে যার?
রাসুলের বাণী; এই তোরণ যে করবে অতিক্রম
তিনি হবেন আধ্যাত্মিক জ্ঞানী, হবে না তার ভ্রম।
এই তোরণ উপেক্ষা করে যে নিজকে জ্ঞানী বলে,
সে জ্ঞানী নয় ধাপ্পাবাজ, চলে ছলে কৌশলে!
ইমাম আলী বলেন "হীনতম জ্ঞান মুখে মুখে
কার্যকর জ্ঞান কাজের মাধ্যমে প্রকাশ পায়" সম্মুখে।
যে নিজকে জ্ঞানী দাবি করে সে মুর্খ ভণ্ড ধূর্ত!
সে উগ্র ইবলিস শয়তানের জীবন্ত মূর্ত!
কথায় কথায় যে করে জ্ঞান বুদ্ধি যোগ্যতার অহম!
তার উপর থেকে উঠে যায় খোদারতা'লার রহম!