অনেক সময় কিছু দেখেও
করতে হয়, না দেখার ভান,
কানে কিছু শুনেও তাতে
না দিতে হয় নিজের কান।

এমন অনেক বিষয় আছে
মুখে দেওয়া যায়না বয়ান,
সত্য বিষয় হলেও তা পেশ
করে  না  খাঁটি বুদ্ধিমান।

মুখে যাই আসে তাই বলে
যার নেই আত্মসম্মান,
সামনে যাই আসে তাই খায়
যাদের থাকে লম্বা দুই কান!

এমন স্বভাব যাদের, সবকিছু
থাকতে পারে অফুরান,
কিন্তু উপলব্ধি করে না
এতে থাকে কী সম্মান?


পান্থপাড়া, শার্শা, যশোর।
১৫/০৩/২০২১ খ্রিস্টাব্দ।