মানুষ অতীতকে ভুলতে চায়; চায় না আবার কেউ কেউ,
অনেকে ভোলার শত চেষ্টা করে ভোলে না তা মোটেও।
অতীত অনেকের কাছে মূল্যবান, কারো কাছে মূল্যহীন,
সংরক্ষণে সময় ব্যয় করে; তা কারো কাছে নয় সমীচীন।
কেউ স্মরণ রাখার চেষ্টা করেও বেমালুম ভুলে যায় মন।
ভুলতে গিয়ে কারো হৃদয়টাকে কুরে কুরে খায় সারাক্ষণ।
কেউ ভুলতে গিয়ে মাঝে মাঝে আবছা আবছা মনে পড়ে,
কারো আবার কিচ্ছু মনে পড়েনা তার মনটা অতল গহ্বরে।
মনে পড়লে অতীত স্মৃতি হঠাৎ হৃদয় মাঝে ভিন্ন অনুভূতি-
ঘণিয়ে আসে তিমির রাত অথবা সেথা ছড়ায় বিজলীদ্যূতি।
কেউ অজান্তে কাউকে সমীহ বা আঘাত করে বর্তমান জেনে,
অতীত জানা থাকলে ঘৃণা করত বা শ্রদ্ধায় বুকে নিতো টেনে।
যে যাই বলুক না কেন অতীত কিন্তু একেবারে ফেলনা নয়,
সুখ অনুভব আর সাবস্থা বুঝতে তাকে বাঁচিয়ে রাখতে হয়।
কেউ ছিলো বৃহৎ ইমারতের মজবুত বুনিয়াদ এক কালে,
কেউ স্মরে, কেউ স্মরে না, চাপা পড়েছে মৃত্তিকা অন্তরালে।
কোনো ক্ষেত্রে যত্র তত্র যেথা সেথা তা উদঘাটন সঙ্গত নয়,
তাতে যেমন আনে জয় পরাজয়; আসতে পারে মহাবিপর্যয়!
০৯/০৬/২০২১ খ্রিঃ