এক হাজার টাকা নাও
এক ফোঁটা অশ্রু দাও ৷
জানি দিতে পারবে না
বৃথাই অশ্রু ঝরবে না ৷
এমন অশ্রু কিন্তু নয়
যাতে থাকে অভিনয়!
এমন এক ফোঁটা চাই,
যা তীব্র দহনে ঝরায়!
কোথাও এ অমূল্য ধন
নদী বয়ে যায় অণুক্ষণ!
কখনও বা লক্ষ বিন্দু-
অঝোরে ঝরে হয় সিন্ধু!
কখনো সে অশ্রু লুকাতে
কিংবা কপোলে শুকাতে-
ধুয়ে ফেলতে হয় জলে,
বা লুকাতে হয় কৌশলে ৷