নির্ভেজাল কোন মহামূল্যবান জিনিস হারিয়ে গেলে,
ধীরে ধীরে তা চলে যায়, চক্ষু ও মনের অন্তরালে।
পরবর্তী প্রজন্মের জন্য সেই মহামূল্যবান জিনিসের,
কারো পক্ষে উপায় থাকে না আর তা অনুধাবনের!
মুছে যায় মূল্যবোধ, পৃথিবী তার নিজস্ব রঙ পাল্টায়,
নকলে সয়লাব,আসল ভেবে তাকে গ্রহণ করে সবাই।
এভাবেই চলে জম্ম জন্মান্তর, তাকে করলে উপস্থাপন
ভূয়া বলে সবাই ছুড়ে ফেলে! ভেবে অসাধু কোনজন!
ঠিকই মানুষ একদিন ঠকে, চেতনে বা অবচেতনে,
কিন্তু এ থেকে বের হবার সূত্র পায়না কোনো ক্ষণে!
যদিও সূত্র পায়, নকল ছেড়ে আসলকে আঁকড়ে-
ধরতে পারেনা কারণ নানা রকম দ্বিধা-দ্বন্দ্বে পড়ে!
অনেকে করতে অক্ষম তার মূল্যবোধ বিশ্বাস অর্জন
তারা ভাবে 'সমাজ-সংসার যদি আমায় করে বর্জন!'
আসলের আবেদন চিরকাল নিভৃতে কেঁদে কেঁদে মরে,
বিশ্বাসহীনতায় মানুষ এভাবে চলে যায় অন্ধ গহ্বরে!