মাগো, হতে পারব না নাছোড় বজ্জাত,
তোকে শুধু ভালবেসে যাব প্রাণ দিয়ে।
চাই না আমার কোনো স্বপ্ন সুখ সাধ
আমার সুখ তোর মুখের হাসি নিয়ে।
মাগো যে দিতে জানে না তোর সম্মান
শীঘ্রই সবকিছু দিয়ে তাকে দে মা ভরে
হতে পারব না তোর অবাধ্য সন্তান
ক্ষতি নেই আমায় রাখলে দূরে দূরে!
জানিস না মা পাষাণ একদিন ঠিক
তোকে দেবে অনেক গভীর পর করে!
টের পাবি না ভাসিয়ে দেবে কোন্ দিক?
বুঝবে না কিসে তোর চোখে অশ্রু ঝরে।
অশ্রু মুছতে হাতদুটি রেখেছি শূন্য
আশীর্বাদটুকু রাখিস আমার জন্য।