তারে ফেলেছি হারায়ে
বলো কোথা খুঁজে পাই?
সবখানেতে খুঁজে বেড়াই
তার দেখা নাহি যে পাই!
তার কারণে দেখি চোখে,
বেঁচে থাকি দুঃখ শোকে ৷
সবখানে মোর চক্ষু পড়ে
আমি তার দিকে না চাই ৷
নিজকে শুধু করতে যতন
খুঁজিনি সে অরূপরতন,
আমায় সে ছাড়িয়া গেলে
বলো কী হবে উপায়?
সে যে আমার ছিল কাছে,
অতি আপন বুকের খাঁচে,
তাকে ভুলে মত্ত ছিলাম
আপন অতল ভাবনায় ৷
বাসনাতে ভুলে তাকে
পড়েছি যে আজ বিপাকে
যাকে ভাবি উপার্জন
তা পুড়ে হলো সব ছাই!
নিজকে পূজি ভুলেছি যার,
গিয়েছে সে অকূল আঁধার
আমি শূন্য হাতে তাকে
বলো কী দিয়ে ফেরাই?