প্রথম দর্শনে তার প্রতি আসক্ত হয়েছিলাম
তাকে বুঝতাম না, দুর্বোধ্য মনে হতো।
তার মাঝে নিমজ্জিত হওয়ার মানসে
অনেক আকাঙ্ক্ষাকে সমাহিত করেছি।
বহু সাধনার পর বুঝেছিলাম তার ভাষা
প্রান্তরে বর্ধিত তৃণের বুকে যেমন ফুটে উঠে
দামাল হাওয়ার ভাষা
ঠিক সেই সাদৃশ্য আমিও
হয়ে উঠেছিলাম শিল্প।
দক্ষ মাঝি বুঝে জলের ভাষা
জল আর মাঝিকে আলাদা করে ভাবা
একেবারে অসম্ভব!
কৃষকের শরীর থেকে মাটির গন্ধ
পৃথক করা বিষ্ময়কর!
আমাদের আলাদা করে ভাবাও ঠিক তেমন।
জলশূন্য নদী যেমন মাঝি আর
নৌকার মাঝে দূরত্ব বাড়িয়ে তোলে
বহু বছর পরে অপ্রত্যাশিত ভাবে
তার আর আমার মাঝে
একই ব্যবধান বৃদ্ধি হতে চলেছে!
ঠিক হেমন্তের বৈরী বাতাস যেমন
শাখা থেকে পত্রকে বিচ্ছিন্ন করে দেয়!
০১/১১/২০২৪ খ্রিঃ