প্রথম দলের কাছে নিজ দলের
লোক ব্যতীত সবাই অপরাধী!
দ্বিতীয় দলের কাছে নিজ দলের
লোক ব্যতীত সবাই অপরাধী!
তৃতীয় দলের কাছে নিজ দলের
লোক ব্যতীত সবাই অপরাধী!
চতুর্থ দলের কাছে নিজ দলের
লোক ব্যতীত সবাই অপরাধী!

আসলে প্রকৃত অপরাধী কারা!
অপরাধের বীজ বপন করেছে কারা? কবে?
প্রকৃত অর্থে অপরাধের বীজ বোপিত হয়েছে
রাসুলের (সা.) পর্দা নেওয়ার দিন!
সেখান থেকেই অপরাধীরা
দলে দলে বিভক্ত হয়েছে।
তাদের আদর্শ প্রথম ধারণ করেছে কারা?
তারাই প্রকৃত অপরাধী!
তবে অপরাধীদের বিশ্বাস এবং
চেতনায় বৈচিত্র্যতা বিদ্যমান।

১১/০২/২০২৫