ভাগ্য সুপ্রসন্ন; যদি জুটে যায় সুজন,
তাহলে হতে পারে জন্মান্তরের বন্ধন ৷
অন্যথায় জুটবে ভয়ানক স্বার্থপর!
নিজকে নিয়েই থাকবে সে তৎপর!
ভাবনার পার্থক্যে হবে অধিক বিস্তর!
যদি জুটে আশ্রয়; অন্যথায় যাযাবর!
কাছে এলে নিকট, অন্যথায় হলে দূর!
পাড়িতে পাবে না নাগাল সাত সমুদ্দুর!
মুখে হাসি না থাকলে তার বিপরীতে
থাকবে রোদন; মর্মাহত বিধ্বস্ত চিতে!
ভাগ্য যদি সহায় হয় তবে স্বর্গ পেলে,
অন্যথায় জীবন মর্মন্তুদ নরকে গেলে !
এক দিগন্তে গেলে ব্যবধান বাড়ে অন্য-
দিগন্তের; যে পায় শোভন, সেতো ধন্য ৷
ভাগ্য হলে সহায়, তা না হলে অসহায়!
দু'দিগন্তের মাঝামাঝি কোন ঠাঁই নাই!