কালো মেঘে ভরে গেলে আকাশের আঙিনা,
তখন মনে পড়ে; সূর্য দিতো কতো সোনা!
মেঘমুক্ত সোনারোদ কভু মাপেনা তো হৃদয়,
ছায়া ঠিকই মাপে কতটুক জমিন ঢেকে রয় ৷

জোয়ারে বোঝা যায় না, নদীর বুকে কত জল,
ভাটায় হয় অনুমিত, বুকটা ছিল কতো সজল ৷
আঁধারে জোনাকআলো দেখে মনে পড়ে যায়,
চাঁদ কত আলো ঢেলে গেছে ওই আঁধারের গায়!

অনুরাগ আকাশের ন্যায়, তার নাই পরিসীমা,
অকৃতজ্ঞ হৃদয় তার মূল্য দিতে জানে না!
ঘৃণায় আছে মেঘের ছায়া, মন করে আছন্ন!
অনুরাগে লাগে না শর্ত, লাগে বিরাগের জন্য!

২৯/০৫/২০১৬