কবিতায় কতো ছবি,
মনের মাধুরীতে কবি,
এঁকে যান ছন্দে ছন্দে,
পাঠক পড়ে আনন্দে!
সকলেই ভাবে বোধহয়,
কবি আছেন মহাসুখে
নইলে এমন রসের কথা,
বেরোয় কীভাবে মুখে?
বুকে চাপা ব্যথা নিয়ে,
কীভাবে মানুষ হাসান!
সেগুলো আঁড়াল করেন,
কেউ কী বুঝতে পান?
জীবনে কত বৈরী সময়,
লাঞ্ছনা নিষ্ঠুর প্রতিদান!
কতো ঘাত-প্রতিঘাত,
সবকিছু নীরবে সামলান।
নির্ঘুম রাত, নষ্ট করে
কতো সময় মূল্যবান,
সদা সংগ্রহ করে বেড়ান
লেখালেখির উপাদান।
কাঁচের মতো খান খান,
তার কোমল হৃদয়খান!
কতো গীতি উপাখ্যান,
তবুও তিনি লিখে যান।
আসে কতো পয়গাম,
লেখনীতে দেন জানান।
কতো বৈসাদৃশ্য তিনি
জবরদস্তির সাথে মানান!
শেষ হলে পাঠকের পড়া,
কবিতা গল্প ও ছড়া।
উপভোগ করতে শ্রোতা
বাজান, মধুর গান।
রচয়িতার হৃদয়ের বয়
আবেগের ঝড়-তুফান!
সাবস্থার কথা না ভেবে
মানুষের হৃদয় ভরান।
হঠাৎ লেখক যদি অতিথি
পাখির মতো হারান
কেউ কভু জানতে চান?
তিনি কোথা বর্তমান?