চোখে যা দেখি তা প্রকৃত দেখা নয়, এ দেখার
অন্তরালে নান্দনিক এক মহাজগত আছে। তা
অবলোকন করতে ইন্দ্রীয় শক্তি লাগে।
কানে যা শুনি তা প্রকৃত শোনা নয় এ শোনার
অন্তরালে মাধুর্যময় বাণীর জগত আছে। তা
শ্রবণ করতে গেলে কানের মতো কান লাগে।
যা জানি তা জানা নয় এ জানার অন্তরালে
অনুধাবনের এক মহাজগত আছে। অনুভব
করতে গেলে হৃদয়ের মতো হৃদয় লাগে।
ক্রন্দন করি, এ ক্রন্দন প্রকৃত ক্রন্দন নয়
এ ক্রন্দনের অন্তরালে আছে মুষলধারে
বৃষ্টিপাতের মতো অঝোরে ক্রন্দন। প্রতিটি অশ্রু
কণা অমূল্যরতন। ঝরালে সঠিক উদ্দেশ্যে
সফল, নইলে সকল অশ্রু বিসর্জন বিফল।
আনন্দ করি, তা প্রকৃত আনন্দ নয়, এই মেকি
আনন্দের অন্তরালে আছে প্রকৃত আনন্দ।
যা কল্যাণময়। সেই আনন্দ অনুভব করতে
গেলে আকাশের মতো হৃদয় লাগে।
হৃদয় শোকাহত? এ শোক প্রকৃত শোক নয়
এ শোকের অন্তরালে আছে মেঘলা দিনের
মতো গভীর শোক। তা সঠিকভাবে উপলদ্ধি
করলে পারলে নিজের শোক উপশম হয়!
সেই চক্ষু কর্ণ ও হৃদয় ইন্দ্রীয় পেতে ভাগ্য লাগে !