হাসি আনন্দটা সবার,
বেদনা কেন যার যার?
সকল আনন্দ উৎসবে
উপেক্ষা ক'রে সবে-
তাকে বহুদূরে রাখো
সে কষ্ট পাবে নাকো!
সে নির্লজ্জের মত
হবে না অনাহুত!
সবকিছু বুকে চেপে,
পথ চলবে মেপে!
একদা কোনো পথচারী
যদি গল্পচ্ছলে কারোরই-
দুঃখের বার্তা আনে
তড়িৎবেগে সেখানে
সহমর্মিতা জানাতে
উর্ধশ্বাসে যাবে ছুটে!
কিছু না পারলে দিতে
খুবই বেদনাহত চিতে-
বইয়ে দেবে অশ্রুধারা
কী বা দেবে সে এছাড়া?
হাসি আনন্দের ক্ষণে,
নাওনি গো তাকে সনে ৷
দুঃখ কষ্টে সঙ্গী হলে-
তিরস্কৃত হবেনা, ঘৃণ্য ব'লে!
আনন্দে না করলে অংশীদার,
অপরের দুঃখ-বেদনা যে তার!
রচনা : ০৭/০৩/২০১৬ খ্রিঃ