যতক্ষণ বাইরে থাকি ক্ষমতার,
দাবিদার, সহানুভূতি মায়া মমতার,
মাঠ কাঁপাই, ফিরে পেতে সমতার।
শুনি অশ্রাব্য বাক্য, সহ্য করি অত্যাচার!

আমি গণতন্ত্রের অতন্দ্র পাহারার,
স্বাধীনতা প্রাপ্তি নাগরিক অধিকার।
সেই আমি অধিষ্ঠিত হলে ক্ষমতার
কেন্দ্রে। কথা মনে থাকে না আগেকার!

আমিও তখনই হয়ে তা-ই স্বৈরাচার
অপরের প্রতি প্রয়োগ করি কদাচার!

কথা আমি বলছি না এখনকার,
ইতিহাসে কে প্রথম হয়েছিল স্বৈরাচার?
কে প্রথম পদাঘাতে ভেঙেছিল
বিজ্ঞান, হিকমত ও অনুগ্রহের দার?

প্রথম অনুসরণ করেছিলো কারা তার?
অনুসন্ধান করা হোক অন্যথায়
অনর্থক "কে সাধু, কে স্বৈরাচার
সাম্প্রতিক আলোচিত সমাচার!

১২/০২/২০২৫ খ্রিস্টাব্দ