যতই তুমি মুখ ফিরাও, ওগো আমায় দেখে
তবু তোমার ছবি সদা, হৃদয়ে যাব এঁকে!
তোমার সাথে প্রথম দেখা, ঊষা বিহায়ন তলে
মনোমালিন্য সেতো, ফুল কুড়ানোরই ছলে!
আমি না হয় একটু বেশি, কুড়িয়ে নিলাম ফুল
তা থেকে দেব কিছু, হয়ো না বন্ধু ব্যাকুল!
রীপু বিহীন এই বাঁধনে মানায় কি বলো মান!
সবফুল না হয় দেবো তোমায়, ভাঙো অভিমান!
আমায় দেখে যতই তুমি, কর, না দেখার ভান
তবুও আমি এই হৃদয়ে গেয়ে যাব তব গান।
যতই তুমি আমাকে আজ, কর তীব্র ঘৃণা
তোমার বিরহ এই হৃদয়ে সইতে যে পারেনা।
প্রেমবিরহী প্রেমী হৃদয় শুকিয়ে হয় খাক্
আমাদের এ অন্য বিরহ শিশিরের মত পাক।
অন্য প্রেমে মিলন হলে উপচায় নদীর কূল
আমাদের বেলায়! বিরহে, ফোটে শাখে ফুল।
তোমার কথা আড়াল থেকে শুনে যাব দিবাযামী
যেদিন হাত ধরে টানবে, অমর হবো তুমি আমি!
হৃদয়ে যখন প্রেম আছে রাখব তাকে তাজা
দূরে থেকে আমি না হয় পেলাম একটু সাজা!
হৃদয়ের জমিনে পুতেছি আমি একটি প্রেমের গাছ
কেমন প্রেমী বল তুমি! করতে পার না আঁচ!
যদি না ভাঙো আজকে তুমি নিরবতার খেলা
তবে নিরবতার বাগিচায় হবে রঙিন ফুলের মেলা।
সেই ফুলের নামকরণ ওগো, আসবে স্বর্গ থেকে
দিবা-নিশি কাটবে আমার ফুলের সুবাস মেখে!
তোমার আমার প্রেম সেতো কাশফুলের মত শুদ্ধ
বিষন্নতার অভ্রে, তারা জ্বালায়, এই অভিমানের যুদ্ধ।
এসো দু'জনার কথা হবে, তাই অপেক্ষায় বসি
এই আহ্বানে সাড়া দাও তবে মুখ লুকাবে শশি!
যতই তুমি মুখ লুকাও ওগো কাছে এসে
জানবে না কখন, ওই হৃদয়ে ঢুকব ছদ্মবেশে!