যেখানে যাই যেদিকে তাকাই,
আমার দু'চোখে শুধু তুমি,
আমার স্বদেশ, আমার জন্মভূমি
আমার মাতৃৃভূমি ৷
তোমায় দেখি প্রভাতে শিশিরস্নাত
পলাশের বনে;
তোমায় দেখি পূর্ব দিগন্তে
সূর্য ওঠার ক্ষণে।
সুখে দুঃখে তোমাকে পেয়ে,
ধন্য আমি, ধন্য আমি।
তোমায় দেখি রক্তমাখা
শিমুলের ডালে,
তোমায় দেখি ফুলে ফুলে ভরা
ফাগুনের কালে।
তোমায় দেখি কুয়াশা ঢাকা
মৌমাছি ওড়া সরিসা বনে,
তোমায় দেখি গোধূলী বেলা
ঘু-ঘু ডাকা আমের বনে।
জীবনে মরণে আমার
স্বর্গ তুমি স্বর্গ তুমি।
১৯৯৬ সন