আজ জনম আমার বেসামাল!
                  বলো কে দেবে মাশুল?
ঘরের কোণে জমে আছে
                  সাতপুরুষের নোংরা ঝুল!
সাফ করে চলেছি আমি
                  হাতে ঝাড়ু নিয়ে,
বর্তমানটা যাচ্ছে রয়ে
                 অতীত ঝাড়তে গিয়ে।
ক্ষুদ্র জীবনে আর কতো
                  করতে পারি সাফ!
ঝুল ঝাড়তে ভুল বুঝে কেউ
                  দিচ্ছে আবার শাপ!
ঝাড়ু হাতে লেগে আছি
                 সকাল-দুপুর-রাতে,
কিছু জের তার যাচ্ছে চলে
                 অনাগতের হাতে!
জনম আমার ব্যর্থ হলো
                 হারালাম দু'কুল,
মোর ঝুল মাখা বীভৎস মুখ
                দেখিয়ে করব না ভুল!
জীবন আমার ছিল স্বচ্ছ
                 ভোরের প্রসূনজল,
রবি'র কিরণ লেগে তাতে
                 করতো যে ঝল্ মল্ ।
পরের ভুলে গহন তলে
                হারালাম অস্তিত্ব!
আলোর দেখা পাওয়ার আশায়
                ঝুল ঝেড়ে যাই নিত্য।

রচনা : ২৮.০৪.২০১৫ খ্রিঃ