প্রভু, দুঃখ কষ্ট যতই আসুক এখানে,
হাসিমুখে সয়ে নেবো সব এই প্রাণে ৷
সেদিনের কাছে এদিন একেবারে তুচ্ছ,
তোমার সামনে মাথাটা থাকে যেন উচ্চ ৷
এজীবনের দুঃখ, কষ্ট যন্ত্রণার সমুদ্র,
পর জীবনের কাছে সেতো অতি ক্ষুদ্র ৷
শক্তি, সাহস, ধৈর্য দিও সব সইতে,
অনন্ত জীবনে যেন না হয় তা বইতে!
মানবসৃষ্ট যন্ত্রণা সইব কোন দুঃখ নেই,
যেন তোমার ক্রোধে না পড়ি কাম্য এই ৷
১৭/০৮/২০১৭