একটি মাত্র বর্ণেও একটি শব্দ গঠিত হয়,
ছোট্ট অতি শব্দ তবুও অত্যধিক মধুময়।
একটি বাক্য ক্ষুদ্রকায় কিন্তু পূর্ণ এক ধ্বনি
একটি বর্ণ বর্ণমালায় সমুজ্জ্বল মধ্যমণি!
ধরার বুকে বিনিময়ে অনেক কিছু মেলে
সেরূপ মধুর ডাকটি পাওয়া যায় না কোথাও গেলে।
একটি বর্ণের মাঝে এত সুধা নাই কোথাও আর,
মাতৃহীনের বুকে তীব্র বয়ে যায় হাহাকার!
আমার বুকে তুমি মা গো হিরন্ময়ী দ্যুতি
মোর বিপদে তোমার কভু হয় না ধৈর্যচ্যূতি!
তোমার আঁচল তলের মত সুশীতল ছায়া-
কোথাও নাই মাগো এমন বিশুদ্ধ স্নেহ-মায়া।
একটি বর্ণ যেন দৃষ্টিহীনের চোখের মণি
একটি বর্ণের মাঝে আছে ভালবাসার খনি।
সন্তানের জন্য শুষতে পারো এক সমুদ্রজল
উৎকণ্ঠায় বুকে ঝরে নির্ঝরিণী অবিরল।
একটি বর্ণের মাঝে খোদার অপার এক মহিমা
তার মাঝে আছ তুমি শ্রদ্ধার সাথে কহি মা।
মাগো তুমি সৃষ্টিকর্তার সৃষ্টি এক অনন্য
তোমার নামের জন্য মাগো "ম" বর্ণটিও ধন্য।
রচনা : ১৫.০৯.২০১৫ খ্রীঃ